দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে’। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি আটকে যায়। এরপর আগামী ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি। এরইমধ্যে সিনেমার ট্রেইলার ইউটিউবে ঝড় তুলেছে। ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি আপলোড হওয়ার দুই দিন পর এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেইলারটি প্রায় ২ কোটি ২৬ লাখ ৬৭ হাজার দর্শক দেখেছে। এর মধ্যে ৭ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়ে ওই ট্রেইলারটিকে পছন্দ করার কথা প্রকাশ করেছেন। আর সরাসরি কমেন্ট বক্সেও প্রতিক্রিয়া জানিয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সকল স্বাস্থ্যবিধি ও প্রটোকল মেনেই মুক্তি পাবে এই ছবি। করোনা আবহে যখন ফের সিনেমাহলগুলির ঝাঁপ বন্ধ হতে চলেছে তখন এই ছবির রিলিজ কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে হল মালিকদের মনেও। খবরে আরও বলা হয়, থিয়েটারগুলোর পাশাপাশি এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মেও। জি ফাইভে মুক্তি পাবে এই ছবি। তবে বাকি ডিটুএইচ অপারেটর্সেও দেখা যাবে ছবিটি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪