দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ জনপ্রিয়তায় বিটলস বা মাইকেল জ্যাকসনের কাছাকাছি হলেও আইনের ঊর্ধ্বে তো আর নয়! আর তাই আগামী বছরের মাঝামাঝি সময়ে সেনাবাহিনীতে যোগ দিতেই হবে সাউথ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডদল বিটিএসকে! অর্থাৎ ওই সময়টা তাদের কাছ থেকে নতুন কিছু আর পাচ্ছেন না ভক্তরা। দেশটির আইন অনুযায়ী বয়স ২৮ হওয়ার আগেই শারীরিকভাবে ফিট যেকোনও পুরুষকেই সেনাবাহিনীতে ২০ মাস প্রশিক্ষণ নিতে হয়। গত বছর কে-পপ ও অন্য তারকাদের জন্য এ বয়সসীমা ৩০ নির্ধারণ করা হয়েছিল। আর বিটিএস-এর সদস্য জিনের বয়স ৩০ পার হবে আগামী বছর। এ কারণে শোনা যাচ্ছে, দলের সাত সদস্যই একযোগে অংশ নেবেন মিলিটারিতে। বিটিএস-এর প্রযোজক প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্ট-ও বিষয়টি নিশ্চিত করেছে। আর দলটির পক্ষ থেকে জিন বলেছেন, কোরিয়ান পুরুষের জীবনের একটি অংশই হলো মিলিটারি সার্ভিস। আর জাতির প্রয়োজনে সাড়া দিতে তিনি তৈরি আছেন। এদিকে মিলিটারি জীবন থেকে ফিরে ২০ মাস পর আবার ব্যান্ডটি একজোট হয়ে কাজ করবে কিনা সেটা নিয়ে সংশয়ে পড়েছেন অনেকে। সূত্র: পিংক ভিলা
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪