দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনা মোকাবিলায় ভারতকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলে এ আশ্বাস দেন বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, দুই দেশের শীর্ষনেতার মধ্যে ভারতের করোনায় বিপর্যস্ত পরিস্থিতির বিষয়টি আলোচনা হয়েছে। এরআগে রোববার ভারতে অতিরিক্ত ভ্যাকসিন তৈরির জন্য কাঁচামাল পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রাতে দুই দেশের শীর্ষ নেতা কথা বলেন। এদিকে করোনায় সোমবারও রেকর্ড শনাক্ত হয়েছে তিন লাখ ৫২ হাজারের বেশি। করোনায় প্রাণ হারিয়েছে দুই হাজার আটশ ১২ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় ভারতে করোনা চিকিৎসায় চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো। অক্সিজেনের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটকসহ একাধিক রাজ্যে হাসপাতালের বেডেরও সংকট দেখা দিয়েছে। সংক্রমণ ঠেকাতে পাঞ্জাব সপ্তাহের কর্মদিবসগুলোতে রাত্রিকালিন কারফিউ এবং ছুটিরদিনগুলোতে লকডাউন জারি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪