দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ শুরু হলো আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছেন, অস্ত্রসহ কয়েক ডজন সেনাকে প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন মে মাস শুরুর আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবেন বলে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন। তার অংশ হিসেবে এসব সেনা প্রত্যাহার করা হলো।
এরই মধ্যে প্রায় ১০০ জনের মতো সেনা যুক্তরাষ্ট্রে ফিরেছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তির মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ হবে। দেশটিতে আড়াই হাজার সৈন্য রয়েছে যুক্তরাষ্ট্রের। এর বাইরেও রয়েছে বিশেষ সেনা। গত ১৫ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান, আফগানিস্তানে মার্কিন সেনাদের দীর্ঘদিনের যুদ্ধ-সংঘাতের অবসান চান তিনি। তিনি বলেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেয়া হবে। তবে সব সেনাকে সরিয়ে নিলেও আফগানিস্তানকে সব ধরনের সমর্থন দিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। তবে দেশটিতে আর সামরিক সহায়তা দিতে চান না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। নাইন-ইলেভেনের পর তালেবানকে উৎখাতে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪