দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। যুক্তরাজ্যভিত্তকি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) হতাহতের সঠিক সংখ্যা না জানালেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন। সংবাদপত্র হরেৎজ জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। জরুরি সেবা সংস্থাগুলো আহতদের সরিয়ে নিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে 'বড় ধরনের বিপর্যয়' হিসাবে বর্ণনা করেছেন এবং হতাহতের জন্য দোয়া করছেন বলেও জানিয়েছেন। উৎসবে অংশ নেয়া একজন বলেন, 'আমরা আমাদের বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই হৈ চৈ শুরু হয়ে যায়। এরপরই দেখি ঘটনাস্থলে একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছে। দাঁড়ানোর মত জায়গাও পাচ্ছিলাম না আমরা। ৬০ থেকে ৭০ হাজার মানুষ এসেছেন এখানে। হুড়োহুড়ি করতে গিয়ে অনেকেই পরে গেছেন।' মহামারী শুরু হওয়ার পর থেকে দেশটির মেরন শহরের ল্যাগ বি'ওমর নামের এই উৎসবটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। করোনাভাইরাসের প্রভাব সত্বেও এই উৎসবে হাজার হাজার মানুষ অংশ নেয়। বনফায়ার, প্রার্থনা ও নাচ-গানের মধ্যদিয়ে উৎসবটি পালন করেন ইসরায়েলিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪