দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতে আবারও করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে তিন লাখ ৮৬ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে। একদিনে মারা গেছে সাড়ে তিন হাজার মানুষ। এ নিয়ে ভারতে মোট দুই লাখ আট হাজার তিনশ ১৩ জন মারা গেলো। মোট শনাক্ত এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজারের ছাড়ালো। করোনায় মৃত্যু ও সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই চরম টিকা সংকটে পড়েছে দেশটি। মুম্বাইয়ে শুক্রবার থেকে আগামী রোববার পর্যন্ত করোনার টিকা দেয়া বন্ধ থাকবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে ভারতের জন্য একশ মিলিয়ন ডলার মূল্যের সাহায্য পাঠানো হবে। এদিকে ব্রাজিলে মৃত্যু চার লাখ ছাড়ালো। এপর্যন্ত দেশটিতে চার লাখ এক হাজারের বেশি মানুষ মারা গেছে। বৃহস্পতিবার একদিনে মারা গেছে তিন হাজার ৭৪ জন। সংক্রমণ বাড়ায় তুরস্কে ১৭ দিনের লকডাউন জারি করা হয়েছে। ফলে দেশটির রাজধানীতে বাড়ি ফেরা মানুষদের উপচে পড়া ভীড় লেগেছে। এদিকে বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ৭৮ হাজার ছাড়ালো। মোট শনাক্ত ১৫ কোটি ১১ লাখ ছাড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪