দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ মালদ্বীপের রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে আহত দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ নাশিদের অবস্থা গুরুতর। শুক্রবার অস্ত্রোপচারের পর নাশিদকে আশঙ্কাজনক অবস্থায় ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নাশিদ তার বাড়ির সামনে বোমা হামলার শিকার হন। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে একে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে পুলিশ। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ এ হামলাকে মালদ্বীপের গণতন্ত্র ও অর্থনীতির ওপর হামলা বলে অভিহিত করেছেন। ঘটনা তদন্তে সহায়তা করবে অস্ট্রেলিয়ার পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪