দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ গত সপ্তাহে মহাকাশে উৎক্ষেপণ করা চীনের রকেটের ধ্বংসাবশেষ শনিবার গভীর রাতে কিংবা রোববার ভোরে বায়ুমন্ডলে প্রবেশ করতে পারে এক টুইট বার্তায় এমন তথ্য দিয়েছ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের দ্বীপের কাছে ধ্বংসাবশেষটি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। তবে পৃথিবীর অন্য জায়গাতেও পড়তে পারে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পৃথিবীতে আসতে আসতে ‘লং মার্চ ফাইভ বি’ রকেটের ধ্বংসাবশেষ অনেকটা ক্ষয় হবে, ফলে বড় কোন ক্ষতি হবে না। বায়ুমন্ডলেরই পুড়ে যাবে এর অনেকাংশ। এই অংশটির ওজন ২১ হাজার কেজি, যা সেকেন্ডে ৪ মাইল গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে। উৎক্ষেপনের রকেটের ধ্বংসাবশেষ ফিরে আসার ঘটনা চীনে এই প্রথম নয়। এর আগে এপ্রিলের শেষ দিকে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আশঙ্কায় চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরের মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪