দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ গাজা উপত্যকায় হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যতটা সম্ভব বেসমারিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে। তিনি বলেন, এই লড়াইয়ের জন্য যারা দায়ী তারা আমরা নই, দায়ী তারাই যারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই অভিযানের মধ্যবর্তী পর্যায়ে রয়েছি। নেতানিয়াহু বলেন, বেসমারকি মানুষের ক্ষতি কমাতে সম্ভাভ্য সবকিছু করছি এবং সরাসরি সন্ত্রাসীদের ওপর হামলা করছি। হামাস উদ্দেশ্যশূলকভাবে বেসমারকি মানুষের মধ্যে লুকিয়ে তাদের ক্ষতি চায়। রোববার সকালের দিকেও বিমান হামলা চালিয়েছি ইসরায়েলি বাহিনী। নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার সপ্তম দিনে তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে ৪১ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে। সূত্র : রয়টার্স।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪