দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন। গেল জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাগ্রহণের পর এই প্রথম তিনি আব্বাসকে ফোন করলেন। শনিবার হোয়াইট হাউস এক বিবৃতি থেকে বিষয়টি জানা যায়। এমন একসময় আব্বাসকে ফোন দিলেন বাইডেন যখন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলছে। ফোনে মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। এ সময় তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন হামাসের কোনও নেতার সঙ্গে কথা না বলায় আব্বাসের সঙ্গে ফোনালাপ কোনও কাজে আসবে না। কারণ গাজা উপত্যকায় আব্বাসের নিয়ন্ত্রণ খুবই কম। গাজার নিয়ন্ত্রণে রয়েছে হামাস সরকার। এর আগে শুক্রবার ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দূত পাঠান বাইডেন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪