দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ কয়েকদিন আগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য রাজীব সাতাভের। রোববার সকালে পুনের জাহাঙ্গীর হাসপাতালে তিনি মারা যান। খবর এনডিটিভির। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেন, ‘আমার বন্ধু রাজীব সাতাভের মৃত্যুতে মর্মাহত। এটা আমাদের সবার জন্য বড় ক্ষতি। তিনি ছিলেন দক্ষ নেতা, যিনি কংগ্রেসের আদর্শের প্রকৃত রূপায়ণ করেছেন।’ গত ২২ এপ্রিল রাজীব সাতাভের করোনা পজিটিভ এসেছিল। এরপর গত ৯ মে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৪৬ বছর বয়সী এই কংগ্রেস নেতা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪