দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনায় ভারতে নতুন করে আরও ৩ হাজার ৮শ ৭৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ৯১ হাজারের বেশি। নতুন দুই লাখ ৭৬ হাজারসহ মোট শনাক্ত ২ কোটি ৬০ লাখের বেশি। এদিকে গত দুই মাসের মধ্যে বৃহস্পতিবার ভারতের টিকা প্রয়োগের হার ছিল সর্বনিম্ন। এদিন ভারতের বিভিন্ন রাজ্য মাত্র ১১ লাখ ৬৬ হাজার মানুষকে টিকা প্রয়োগ করা হয়েছে। বিভিন্ন রাজ্যে টিকার সংকটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, ব্রাজিলে একদিনে আড়াই হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। শনাক্ত হয়েছে ৮৩ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে কমে এসেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। একদিনে দেশটিতে করোনায় মারা গেছে ৬শ ৫৯ জন এবং একদিনে শনাক্ত ৩০ হাজার ২শ' জন। সংক্রমণ ও মৃত্যু কমে এসেছে ইউরোপের বিভিন্ন দেশেও। স্বাভাবিক হতে চলছে ইউরোপের জনজীবন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪