দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতে মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশের গুলিতে ১৫ সশস্ত্র মাওবাদী গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে কোটমির কাছে এতাপল্লী জঙ্গলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়, বার্তা সংস্থা পিটিআইকে এমনটাই বলেছেন জেলার ডিআইজি সন্দীপ পাতিল। “মাওবাদীরা জড়ো হয়েছে এমন খবর পেয়ে পুলিশের সি-৬০ ইউনিটের কমান্ডোরা সেখানে অভিযানে নামে। তাদের দেখতে পেয়ে মাওবাদীরা গুলি ছোঁড়া শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়,” বলেছেন তিনি। ঘণ্টাখানেকের ‘বন্দুকযুদ্ধ’ শেষে বাকি সশস্ত্র মাওবাদীরা আশপাশের জঙ্গলে পালিয়ে যায় বলে জানিয়েছেন গড়চিরোলি পুলিশের সুপারিনটেন্ডেন্ট অঙ্কিত গয়াল। নিহতদের মৃতদের উদ্ধার করা হয়েছে; বাকিদের ধরতে অভিযান চলছে, বলেছেন তিনি। নিহতরা সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র সদস্য বলে সন্দীপ পাতিলের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গুলিতে মাওবাদী নেতা কাসানসুর দালামও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ। গড়চিরোলিতে দুই মাস আগে এক বন্দুকযুদ্ধে ২ নারীসহ ৫ মাওবাদী সশস্ত্র গেরিলা নিহত হয়েছিল। এ ৫ জনের মাথার দাম একত্রে ৪৩ লাখ রুপি ছিল বলে জানিয়েছে এনডিটিভি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪