দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক বর্জন করেছেন পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের বোন। জর্জ ফ্লয়েডের প্রথম মৃত্যু বার্ষিকি উপলক্ষে হোয়াইট হাউজে বুধবার প্রেসিডেন্ট জর্জ ফ্লয়েডের বোন ও পরিবারে সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। জর্জ ফ্লয়েডের বোনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের পুলিশ সংস্কার আইন কার্যকর করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই এ বৈঠক বর্জন করেছেন তিনি। তবে জর্জ ফ্লয়েডের পরিবারের অন্য সদস্যরা হোয়াইট হাউজে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। এবং প্রেসিডেন্টকে পুলিশ সংস্কার বিল পাশ করার জন্য অনুরোধ করেন। এরআগে ফ্লয়েডের প্রথম মৃত্যু বার্ষিকির আগেই পুলিশ সংস্কার আইন পাস করার কথা বলেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যু বার্ষিকি উপলক্ষে বিভিন্ন অঙ্গরাজ্যে মিছিল সমাবেশ করেছে হাজারো মানুষ। গত বছর মিনেসোটার শেতাঙ্গ পুলিশের নির্যাতনে নিহত হন ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের। এরপরই প্রতিবাদে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বাসিন্দারা। যদিও এরপর বিচারে পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের জেল হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪