দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ কোভিড-১৯ টিকার অন্তত একটি ডোজ নেওয়া থাকলে ঘরের বাইরে মাস্ক না পরলেও চলবে দক্ষিণ কোরিয়ায়। জুলাই থেকে মাস্ক নিয়ে কড়াকড়িতে এই শিথিলতা আনার কথা জানিয়েছে সেখানকার প্রশাসন।
মূলত দেশটির বয়োঃবৃদ্ধ জনগোষ্ঠীকে টিকা নিতে উৎসাহিত করতেই এমন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কোটি ২০ লাখ নাগরিকের কমপক্ষে ৭০ শতাংশকে টিকার আওতায় আনতে কাজ করছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এ পর্যন্ত মাত্র ৭ দশমিক ৭ শতাংশ জনগণ টিকা নিয়েছে। বুধবার করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী কিম বু-কিয়াম ঘোষণা দেন, জনগণের মধ্যে যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তারা জুন থেকে বড় সংখ্যায় জমায়েত করতে পারবেন। নাগরিকদের ৭০ শতাংশের বেশি অন্তত এক ডোজ টিকা গ্রহণ করলে অক্টোবর থেকে কোয়ারেন্টাইন নীতিতেও পরিবর্তন আনার কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী কোন দেওক-চিওল বলেন, ৬০ থেকে ৭৪ বছরের নাগরিকদের ৬০ শতাংশের বেশি টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছে। বৃহস্পতিবার থেকে ১২ হাজার ক্লিনিকে ৬৫ থেকে ৭৪ বছরের সাধারণ নাগরিকদের টিকাদান কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার দেশটিতে ৭০৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৬৮২ এবং মারা গেছে এক হাজার ৯৪০ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪