দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সোলহান গ্রামে সশস্ত্র হামলায় ১শ' ৩২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার রাতভর চলা এই হামলায় বাড়িঘর ও স্থানীয় মার্কেটে পুড়িয়ে দেয় হামলাকারীরা। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলছে দেশটির সরকার। এখন পর্যন্ত কোন গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি। সন্ত্রাসী হামলা বন্ধে নিরাপত্তাবাহিনীর সব ধরণের চেষ্টা চালিয়ে যাওয়ার পরও দেশটির সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এ ধরণের হামলার ঘটনা বেড়েই চলেছে। এদিকে, সব ধরণের অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এ ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব তীব্র নিন্দা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪