দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর 'চ্যাম্প' মারা গেছে। শনিবার বাইডেন নিজেই এক টুইট বার্তায় এ তথ্য জানান। হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ বছর বয়সী জার্মান শেফার্ড চ্যাম্প উইলমিংটনের ডিলওয়ারে অবস্থিত বাইডেনের পারিবারিক বাড়িতে মারা গেছে। ২০০৮ সালে বাইডেনের পরিবারে আসে 'চ্যাম্প'। তখন থেকেই বাইডেনের সার্বক্ষনিক সঙ্গী ছিল কুকুরটি। হোয়াইট হাউস ছাড়াও চ্যাম্পকে দেখা গেছে রুপালি পর্দাতেও। এক দশকেরও চ্যাম্প বিশ্বস্ত সঙ্গী ছিল বাইডেন দম্পতির জন্য এবং পুরো বাইডেন পরিবার তার সঙ্গ উপভোগ করেছে বলে দাবি বাইডেনের। এর আগে কুকুরটি সাথে খেলতে গিয়ে আহত হয়েছিলেন বাইডেন। এরপর তাকে হোয়াইট হাউস থেকে ডেলাওয়ারের উইলমিংটনের বাড়িতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪