দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ব্রাজিলে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে পাঁচ লাখ আটশ ৬৮ জনের। যুক্তরাষ্ট্রের পর এই সংখ্যা বিশ্বে দ্বিতীয়। শনিবার দেশটিতে মারা গেছে, দুই হাজার দুইশ ৪৭ জন। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে টিকা প্রয়োগে দেরি এবং কম টিকা দেয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এখন পর্যন্ত মাত্র ১৫ শতাংশ প্রাপ্তবয়ষ্কদের টিকা দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য সংস্থ্যা এ পরিস্থিতিকে সংকটপূর্ণ বলে উল্লেখ করেছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এদিকে রাশিয়ায় আবারও বেড়েছে করোনা সংক্রমণ। প্রায় তিন মাস দশ দিন পর রেকর্ড মৃত্যু হয়েছে দেশটিতে। শনিবার দেশটিতে মারা গেছে চারশ ৬৬ জন। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩৮ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ১৭ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১১১ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৭২৮ জন। ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৭৪ হাজার ৮৭৯ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ৯৮৬ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪