দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার মেয়র ও কট্টরপন্থী দল বিজেপির নেতা ঋষিকেশ উপাধ্যায়ের ভাতিজা ও বিজেপি কর্মী দ্বীপ নারায়ণ উপাধ্যায়ের বিরুদ্ধে এক মোহন্তের কাছ থেকে অল্প দামে জমি কিনে রাম জন্মভূমি ট্রাস্টে কয়েক গুণ বেশি মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। দ্বীপ নারায়ণ উপাধ্যায় স্থানীয় হিন্দু ধর্মীয় মোহন্ত দিবেন্দ্র প্রসাদাচার্যের কাছ থেকে গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় ২০ লাখ রুপিতে (২২ লাখ ৮৬ হাজার ৪৬৩ টাকা) ৮৯০ বর্গ কিলোমিটারের একটি জায়গা কেনেন। তিন মাস পর ওই জায়গা তিনি রাম জন্মভূমি মন্দির প্রকল্পে দুই কোটি ৫০ লাখ রুপিতে (দুই কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৭৮৭ টাকা) বিক্রি করেন। খবরে বলা হয় স্থানীয় কর্তৃপক্ষের নির্ধারিত বাজারমূল্য, ৩৫ লাখ ৬০ হাজার রুপির চেয়ে কয়েক গুণ বেশি মূল্যে এই জমি বিক্রি করা হয়েছে। অযোধ্যা জেলার সদর তহসিলের হাভেলি আওধের কোট রামচন্দ্রের অন্তর্ভুক্ত এই জমি নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় সাত গুণ বেশি দামে রাম জন্মভূমি মন্দির প্রকল্পে বিক্রি করা হয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এই বিক্রির আইনি স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪