দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। জার্মান সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। গেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেন ৬৬ বছর বয়সি মেরকেল। দুই ধরনের টিকার প্রভাব নিয়ে এখন পর্যন্ত খুব বেশি গবেষণা নেই। তবে যুক্তরাজ্যের এক গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজারের টিকা নেয়ার পর হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। অন্যদিকে, বিশেষজ্ঞরা মনে করেন দুই ধরনের টিকা নিলে করোনার প্রতিরোধক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। ডোজের স্বল্পতার কারণে দুই ধরনের টিকা নেয়ার বিষয়টি অনেক দেশই বিবেচনা করছে। এর আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় মার্চে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত করে ইউরোপের কয়েকটি দেশ। আর ৬০ বছরের কম বয়সিদের জন্য প্রাথমিকভাবে স্থগিত করলেও পরে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে অনুমোদন দেয় জার্মানি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪