দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনা প্রতিরোধে যেসব দেশে চীনের বিভিন্ন টিকা দেয়া হয়েছে, সেসব দেশে বর্তমানে করোনা শনাক্তের হার উর্ধ্বমুখী। সম্প্রতি মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গোলিয়া, চিলি এবং বাহরাইনে করোনা ঠেকাতে মূলত চীনের সিনোফার্ম বা সিনোভ্যাকের ওপর নির্ভর করা হয়েছে। এসব দেশের অর্ধেক থেকে ৬৮ শতাংশ জনগোষ্ঠী চীনের টিকার দুই ডোজ নিয়েছে। কিন্তু গেল সপ্তাহেই করোনা পরিস্থিতির অবনতি হওয়া দেশগুলোর তালিকায় শীর্ষ দশে ছিল এসব দেশ। এ কারণে করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে চীনের টিকাগুলোর কার্যকারিতা কম বলে ধারণা করা হচ্ছে। হংকং বিশ্ববিদ্যালয়ের একজন ভাইরোলজিস্ট বলেছেন, চীনের টিকা দুটির কার্যকারিতা ভালো হলে এই হার দেখা যেতো না।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪