দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ইরানের বেশ কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইট জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এসব সাইটে ঢোকার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সিল দেখা যায়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিসহ ৩৩ টি ওয়েবসাইট জব্দ করা হয়েছে। এছাড়াও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আল মাসিরাহ চ্যানেলসহ হিজবুল্লাহ গেরিলাদের পরিচালিত অন্তত তিনটি সাইটও বন্ধ করা হয়েছে। দেশ দুটির মধ্যে পারমাণবিক চুক্তি সম্পর্কিত আলোচনা নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করা হয় নি। এর আগে গত অক্টোবরে ভুয়া রাজনৈতিক তথ্য ছড়ানোর অভিযোগে দেশটির ৯২ টি ওয়েবসাইট জব্দ করে যুক্তরাষ্ট্র।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪