দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ জামাল খাশোগি হত্যায় জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দেয়া হয়েছিলো। নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, হত্যায় জড়িত ৪ জনই যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেয় এবং তাদের প্রশিক্ষণের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদনও ছিল। প্রতিবেদনে বলা হয়, হত্যাকারীদের বারাক ওবামার সময়ে সরকারি অনুমোদন পাওয়া এক মার্কিন বেসরকারি সিকিউরিটি গ্রুপের পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এদের মধ্যে ২ জনকে ট্রাম্প প্রশাসনের সময়ে ২০১৭ সালে প্রশিক্ষণ দেয়া হয়। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, সৌদি নেতৃত্বের সমালোচক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে ২০১৮ সালে তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র জানায়, সৌদির ক্রাউন প্রিন্স সালমানের নিরাপত্তায় নিয়োজিত এলিট ফোর্সের ৭ জন সদস্য খাসোগি হত্যায় জড়িত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪