দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে জঙ্গিগোষ্ঠী তালেবান আরও শক্তিশালী হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গেল মে মাস থেকে আফগানিস্তানের ৩শ' ৭০টি জেলার মধ্যে ৫০টি জেলা দখল করেছে তালেবানরা। মঙ্গলবার তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তও তালেবানদের দখলে গেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ দূত ডেবোরাহ লিয়ন্স। ডেবোরাহ লিয়ন্স বলেন, আফগানিস্তানে সংঘাত বাড়লে এর প্রভাবে অন্যান্য দেশেও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আশা করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তবে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কার্বি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪