দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুদ্ধ কবলিত টিগ্রে অঞ্চলে এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইথিওপিয়ার অন্তবর্তী সরকার।প্রায় আট মাস আগে সেখানকার বিদ্রোহগীদের উৎখাতে সেনাবাহিনী পাঠান প্রধানমন্ত্রী আবি আহমেদ। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় অঞ্চলটির অন্তর্বর্তী প্রশাসন। রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরিতেই অভিযান বন্ধের সিদ্ধান্ত। শান্তি প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর আগে গত সপ্তাহে টিগ্রের রাজধানী মেকেল্লে দখলে নেয়ার দাবি করে বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফ। গত বছরের নভেম্বরে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ চরম আকার ধারণ করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের বিরুদ্ধেই ব্যাপক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। জাতিসংঘ বলছে ওই অঞ্চলের ৫০ লাখেরও বেশি মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪