দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম সরকারি সফরে দেশটিতে গিয়েছেন ইসরায়েলি পরাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের এ সফরটি আরব আমিরাতে কোনো ইসরায়েলি মন্ত্রীর প্রথম সরকারি সফর। দেশটি সফরকালে লাপিদের আবু ধাবিতে ইসরায়েলি দূতাবাস ও দুবাইতে কনস্যুলেট উদ্বোধন করার কথা রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ইসরায়েল থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ছাড়ায় সময় লাপিদ টুইটারে একটি ছবি পোস্ট করে তার সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। গত বছর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পরে প্রতিবেশী বাহরাইন ও আফ্রিকার সুদান, মরক্কো পারস্য উপসাগরীয় আরব দেশটিকে অনুসরণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪