দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকা সরকার একজন নারীর একসঙ্গে একাধিক পুরুষকে বিয়ে করার বিষয়টি বৈধ করার প্রস্তাব দিয়েছিল। তাতে দেশটির রক্ষণশীল সমাজে প্রতিবাদের ঝড় উঠেছে। এ প্রস্তাবে এত ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠায় অনেক বিশ্লেষকই বিস্মিত নন। এ বিষয় নিয়ে কাজ করেন সুপরিচিত শিক্ষাবিদ কলিস মাচোকো বলেছেন, এই আপত্তির মূলে রয়েছে পুরুষ নিয়ন্ত্রিত সংস্কৃতি। আফ্রিকান সমাজ এখনও সমান অধিকারের জন্য তৈরি হয়নি। বিশ্বে খুবই উদারপন্থি সংবিধান যেসব দেশে রয়েছে, তার একটি হলো দক্ষিণ আফ্রিকা। দেশটির সংবিধানে সমকামী নারী ও সমকামী পুরুষের মধ্যে বিয়ে এবং পুরুষদের জন্য বহুবিবাহ বৈধ। খবর বিবিসির। টিভি ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী মুসা এমসেলেকুর চার বউ। কিন্তু তিনি নারীদের বহুবিবাহের বিরোধী। এটা আফ্রিকার সংস্কৃতিকে ধ্বংস করে দেবে বলে দাবি করেন তিনি। এদের সন্তানদের কী হবে, তারা কীভাবে জানবে তাদের পিতা কে- এমন প্রশ্ন তুলেছেন তিনি। অধ্যাপক মাচোকোর জন্ম প্রতিবেশী জিম্বাবুয়েতে। সেখানে নারীদের বহুবিবাহ নিয়ে তিনি গবেষণা করেছেন। এমন ২০ জন নারীর সঙ্গে তিনি কথা বলেছেন যাদের একাধিক স্বামী রয়েছেন। এ ছাড়া এ রকম ৪৫ জন স্বামীর সঙ্গে তিনি কথা বলেছেন যারা অন্য স্বামীদের সঙ্গে মিলে স্ত্রীর ঘর করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪