কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি ম্যানেজার চিত্রাচিসিম এর নেতৃত্বে দিনব্যাপী শিখন বিষয়ক কর্মশালা/১৮ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইউপি সদস্য, বিটিসি কমিটির সদস্য, চাইল্ড ফোরাম কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি ফ্যাসিলেটটর সহ ৩০ জন অংশ গ্রহণ করে। এসময় কর্মশালাটি সঞ্চালনা করেন, মোঃ রেজাউল করিম প্রোগ্রাম অফিসার রামচন্দ্রপুর পিএফএ। কর্মাশালায় ট্রেইনার হিসেবে ছিলেন, কৃষিবিদ হেমন্ত কুমার রায় এভালাইজেশন এন্ড মনিটরিং অফিসার, কাহারোল এবং বীরগঞ্জ এপি। আরো উপস্থিত ছিলেন, মারিও তপন মন্ডল প্রোগ্রাম অফিসার মুকুন্দপুর পিএফএ ও মেনকা রায় প্রোগ্রাম অফিসার পাইকপাড়া পিএফএ। এসময় কর্মশালায় অংশ গ্রহণকারী শিশু, অভিভাবক, শিক্ষক, ইউপি সদস্য আলোচনা পর্যালোচনা করে কর্মশালায় বিগত অক্টোবর থেকে মার্চ মাসের ভাল এবং মন্দ দিকের বিষয় পর্যালোচনা করেন। এসময় বক্তব্য রাখেন, কাহারোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুন্দইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী, কাহারোল রিপোটার্স ইউনিট, দেওনাঘাটা গ্রাম উন্নয়ন কমিটি, শিশু সুরক্ষা কমিটি ও শিশু শ্রমিক পর্যবেক্ষন কমিটি পাইকপাড়া পিএফএ এর সভাপতি মোঃ রশিদুল ইসলাম, ইউপি সদস্য তারিনী কান্ত রায়, মোঃ হরমুজ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪