কাহারোল সংবাদদাতা ॥ দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোলে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাতে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোলের ১৬ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জিয়াউর রহমান (৪০) কাহারোলের মুকুন্দপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের মৃত মো. হাসান আলী মাষ্টারের ছোট ছেলে।
কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলী নিশ্চিত করে জানান, জিয়াউর রহমান গ্রামের বাড়ি জগনাথপুর থেকে তার নিজ বাসা বীরগঞ্জে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ওই মহাসড়কের ১৬ মাইল নামক স্থানে ট্রাকের সাথে সংঘর্ষ হলে জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪