কাহারোল সংবাদদাতা ॥ দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তাড়গাঁও ইউনিয়নের বুলিয়া বাজারে কাহারোল থানার আয়োজনে ২০ জুন রোববার বিকালে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাহারোল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান আসম মনোয়ারুজ্জামান, আরমান সরকার। সার্বিক সহযোগীতায় ৪নং তাড়গাঁও ইউনিয়নের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোজাতি বাজার দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবা মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বুলিয়া বাজার বিট পুলিশিং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ আরিফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪