দিনাজপুর বার্তা২৪ ডেক্স: “ঐক্যবব্ধ হলে সবে যক্ষা মুক্ত দেশ হবে” এই শ্লোগানকে সামনে নিয়ে শুক্রবার বিশ্ব যক্ষা দিবস পালন করে দি গ্লোবল ফান্ড প্রজেক্ট লাইট হাউস ফরিদপুর ডিআইসি। জেলা সিভিল সার্জন অফিস এবং ডেমিয়েন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত র্যালির সঙ্গে পৃথক র্যালি করে লাইট হাউস ফরিদপুর ডিআইসি। র্যালি শেষে সদর হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ফরিদপুর ডা. মো. আফজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিল। ডা. এম এ জলিল বলেন একজন যক্ষা রোগীর চিকিৎসায় কমপক্ষে দশ হাজার টাকা খরচ হয় যা বর্তমানে দেশে যক্ষা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সভাপতির বক্তব্যে ডা. মো. আফজাল হোসেন বলেন আমাদের যার যার অবস্থান থেকে যক্ষা রোগ নির্মূলে ভূমিকা রাখতে হবে। পরে সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে লাইট হাউস ফরিদপুর ডিআইসির ম্যানেজার মো. পলাশ খান বলেন লাইট হাউস এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা এবং প্রতিরোধে কাজ করলেও বাংলাদেশকে ২০৩৫ সালের মধ্যে যক্ষা নির্মূল করার লক্ষ পূরনে লাইট হাউস জাতীয় কর্মকান্ডের অংশ হিসাবে যক্ষা প্রতিরোধে কাজ করছে। তারই অংশ হিসাবে লাইট হাউস তার লক্ষিত জনগোষ্ঠিদের টিবি স্ক্রিনিং এর কার্যক্রম সম্পাদন করছে। টিবি সন্দেহ হলে তাদের ডেমিয়েন ফাউন্ডেশনের মাধ্যমে রোগ সনাক্ত করণ এবং চিকিৎসা প্রদান করা হচ্ছে যা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪