খানসামা (দিনাজপুর প্রতিনিধি) : দিনাজপুরের খানসামা উপজেলায় দুটি করাতকল (স'মিল) এর লাইসেন্স না থাকায় মালিকদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর ও চৌরঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খানসামায় করাতকলের মালিকদের লাইসেন্স করার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হয়। এর পরেও তারা লাইসেন্স ছাড়াই করাতকল চালিয়ে যাচ্ছেন। তাই করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ অনুসারে করাতকল- মালিক প্রফুল রায়কে ১০ হাজার ও আব্দুল কুদ্দুসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪