খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় জন্ম নিয়েছে দুই পা’ওয়ালা একটি গরুর বাছুর। স্বাভাবিকভাবে গরুর ৪টি পা থাকে। কিন্তু জন্ম নেওয়া বাছুরটির সামনের দুটি পা নেই। শুধুমাত্র পেছনের দুটি পা নিয়েই জন্মগ্রহণ করেছে। বাছুরটিকে একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা।
গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আংগারপাড়া ইউনিয়ের মাস্টার পাড়া এলাকার প্রদীপ কুমারের বাড়িতে এই গরুর বাছুরটি জন্ম নেয়। জন্ম নেওয়ার পর বাছুরটি গাভীর দুধ পান করেছে বলে জানান গরুর মালিক প্রদীপ কুমার। তবে এখন হাঁটতে পারছে না বাছুরটি।
দুই পা’ওয়ালা বাছুর দেখতে আসা উপজেলার গাড়পাড়া গ্রামের ভবানী রায় বলেন, দুই পা’ওয়ালা বাছুর আমি আগে কখনো দেখিনি। যখন শুনলাম এখানে দুই পা’ওয়ালা গরুর বাছুর হয়েছে তখন দেখার জন্য আসলাম।
মাস্টার পাড়া এলাকার গরুর মালিক প্রদীপ কুমার বলেন, এর আগেও গরুটির ৪টি বাছুর হয়েছে, সেগুলো স্বাভাবিক ছিল। তবে এবারের বাছুরটি দুই পা নিয়ে জন্মেছে। বাছুরটি দেখার জন্য অনেক দূর-দূরান্ত থেকে লোকজন দেখতে আসছে। আমি তো কাউকে আসার জন্য মানাও করতে পারছি না। তবে বাছুরটি বর্তমানে সুস্থ্য আছে। মায়ের দুধ খাচ্ছে। এখন পর্যন্ত বাছুরটি দাঁড়াতে পারেনি। মনে হয় কয়েকদিন গেলে দাঁড়াতে পারবে।
এ বিষয়ে খানসামা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন বিপুল কুমার চক্রবর্তী বলেন, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় কনজেনিটাল এনোমালিস । এটা একটা জীণগত সমস্যা। শরীরের সকল কিছুর জন্য কোন না কোন জীণ দায়ী। বাছুরটির সামনের পা বৃদ্ধির জন্য যে জীণ দায়ী, সেই জীণটির কোন সমস্যা থাকায় ভ্রুণ অবস্থায় বাছুরটির পা এর স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪