খানসামা সংবাদদাতা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রথম পর্যায়ে দিনাজপুরের খানসামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ জুন বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে খানসামা উপজেলার সদরে দৃষ্টিনন্দন এই মসজিদটিসহ একযোগে দেশের ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীর পক্ষে খানসামা উপজেলা মডেল মসজিদের নাম ফলক উন্মোচন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হোসেইন মোঃ সাফি মন্ডল, ওসি (তদন্ত) মোঃ মমিনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ্, ভাবকি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা ফিল্ড কর্মকর্তা তোফায়েল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪