খানসামা সংবাদদাতা ॥ সরকারী নির্দেশনা অমান্য করায় দিনাজপুরের খানসামা উপজেলায় লকডাউনের তৃতীয় দিন ৩ জুলাই শনিবার বিকেল ৪টা পর্যন্ত ১৬ টি মামলায় ১৫৫০০ টাকা জরিমানা আদায় করেছে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম।
গত রবিবার থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম উপজেলার বিভিন্ন হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।’
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন। নির্দেশ অমান্য কারীদের শাস্তির আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪