দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে রয়েছে হাসপাতালে শয্যা সংকট। আবার হাসপাতালে বেড মিললেও অক্সিজেন পেতে অসুবিধা হচ্ছে অনেক রোগীর। এই পরিস্থিতে রোগীর প্রোনিং পদ্ধতি অবলম্বন করা কার্যকর হতে পারে।
প্রোনিং হলো এক বিশেষ ধরনের শোওয়ার পদ্ধতি। কোনও কভিড আক্রান্ত রোগীর যদি শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় এবং শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে তবে বালিশের উপর পেটে ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অক্সিজেন লেভেল ৯৪-এর নিচে নেমে গেলে এই প্রোনিং পদ্ধতি শুরু করা যেতে পারে।
কী ভাবে করবেন?
এটি অত্যন্ত সহজ একটি পদ্ধতি। এর জন্য প্রয়োজন হবে ৪-৫টি বালিশ। বালিশগুলির মধ্যে একটি থাকবে গলার নিচে, ১-২টি বালিশ থাকবে বুকের নিচ থেকে পেটের নিচ অবধি এবং আরও ১টি বা ২টি বালিশ রাখতে হবে ঠিক পায়ের তলায়। এবার এর উপর সাবধানে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে। উপুড় হয়ে টানা ৩০ মিনিট থাকার পর (পারলে ২ ঘন্টাও থাকা যেতে পারে) ৩০ মিনিট ডান দিকে ঘুরে শোয়ার পর, ৩০ মিনিটের জন্য পিঠের উপর ভর দিয়ে আধশোয়া অবস্থায় থেকে পরের ৩০ মিনিট বামদিক ঘুরে শুয়ে পড়তে হবে। এই প্রসেসটি পুরো হয়ে গেলে প্রথম পজিশনে অর্থাৎ উপুড় হয়ে শুয়ে থাকতে হবে আরও ৩০ মিনিট।
প্রোনিং পদ্ধতি গুরুত্বপূর্ণ কেন?
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪