দিনাজপুর বার্তা২৪ ডেক্স : জাহাজ থেকে খাদ্যশস্য দ্রুত খালাস করতে শ্রমিকের বদলে চট্টগ্রাম বন্দর প্রথমবারের মতো আধুনিক যন্ত্র নিয়ে এসেছে। ‘নিউমেটিক কনভেয়র’ নামে বায়ুচাপভিত্তিক এই পণ্য স্থানান্তর যন্ত্রটি শুক্রবার উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন এই যন্ত্র যুক্ত হওয়ার ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকালীন সময় কমবে। আগে ৪০ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি জাহাজ থেকে শ্রমিক দিয়ে পণ্য খালাস করতে কমপক্ষে ১৫ দিন লাগত। এ যন্ত্র দিয়ে একই জাহাজ থেকে মাত্র পাঁচ থেকে ছয় দিনে পণ্য খালাস করা যাবে। শাজাহান খান বলেন, আগে যেভাবে পণ্য খালাস হত তাতে শ্রমিকদের কায়িক পরিশ্রম ছিল বেশি। এ যন্ত্র শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাও বৃদ্ধি করবে। নিউমেটিক কনভেয়র কিনতে ছয় কোটি ৯০ লাখ টাকা ব্যয় হয়েছে। এটি জাহাজ থেকে প্রতি ঘণ্টায় ১৭০ টন খাদ্যশস্য খালাসে সক্ষম। বেলজিয়ামে তৈরি ভিগান টাইপ-১০০ মডেলের যন্ত্রটি চট্টগ্রাম বন্দরকে সরবরাহ করেছে বড়তাকিয়া কনস্ট্রাকশন কোম্পানি। চট্টগ্রাম বন্দরের ছয় নম্বর জেটিতে এই যন্ত্রের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পণ্য পরিমাপ ও ব্যাগিংয়ের দুটি যন্ত্রও উদ্বোধন করেন মন্ত্রী। কানাডার তৈরি মেশিন দুটি কিনতে ব্যয় হয়েছে তিন কোটি ৮৭ লাখ টাকা। এটির সরবরাহকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। নতুন তিনটি যন্ত্র চট্টগ্রাম বন্দরে কাজ শুরু করলে সমুদ্র বন্দরের সেবামান তত্ত্বাবধানকারী সংস্থা লয়েড লিস্টে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী। অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪