দিনাজপুর বার্তা২৪ ডেক্স: রাজধানীর কারওয়ান বাজারের রাফাস টাওয়ারে অগ্নিকা- হয়েছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। শুক্রবার বিকালে ভবনটির দ্বিতীয় তলায় লাগা ওই আগুনের খবর পেয়ে এক ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা মিজানুর রহমান ফায়ার সার্ভিস। তিনি বলেন, বিকাল ৪টা ২৫মিনিটে দ্বিতীয় তলার সাখাওয়াত টিম্বার হাউজে আগুন লাগে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৫টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বেশ কিছু মালামাল পুড়ে গেছে জানিয়ে মিজানুর বলেন, ফ্রিজের সংযোগ তারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪