দিনাজপুর বার্তা২৪ ডেক্স // নাটোর সদর উপজেলায় ট্রাকের চাপায় আয়নাল হক (৩৫) নামের এক রিকশাভ্যানের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন রিকশাভ্যানের দুই যাত্রী। গতকাল বুধবার সকালে ঢাকা-নাটোর মহাসড়কে উপজেলার দিয়ার সাতুড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. সেলিম বলেন, সকালে দিয়ার সাতুড়িয়া এলাকায় যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আয়নাল হক নিহত হন। আহত হন আরো দুজন। এসআই আরো জানান, দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪