দিনাজপুর বার্তা২৪ ডেক্স // কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও গুলিসহ নুরুল আলম (৩৫) নামে এক ডাকাত সর্দারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল বুধবার ভোরে উপজেলার শামলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল ওই এলাকার ইজ্জত আলীর ছেলে। কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতি করে আসছিলেন নুরুল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শামলাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার নুরুলকে আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি ৮টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নুরুলের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪