দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

নৌকার জয় নিশ্চিতে এখন থেকেই কাজ করতে হবে: দীপু মনি
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১১:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৬০৪ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স // আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে এখন থেকেই কাজ করতে হবে। এজন্য প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কাজগুলো করে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক রাজনীতির চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তাহলেই আগামি নির্বাচনে নৌকার জয়লাভ অনেকটা নিশ্চিত হবে। গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির স্বাগত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। দীপু মনি বলেন, আগামি নির্বাচনে জয়লাভের জন্য এখন থেকেই ঘর গোছানোর মতো করে নৌকার জন্য কাজ করার বিকল্প নেই। তাই এখন থেকে নিজেদের সুসংগঠিত হয়ে নৌকার জয়লাভের জন্য একত্র হয়ে কাজ করে যেতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।

এই পাতার আরো খবর -
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়