পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ে ১১ লাখ টাকার জালনোটসহ আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটক করছে র্যাব অ্যাকশন (র্যাব)।
বৃহস্পতিবার (১১ মে) নীলফামারী র্যাব-১৩ অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বাজার থেকে ওই যুবককে আটক করে।
আটককৃত আশরাফুল ইসলাম হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামের রমজান আলীর ছেলে নীলফামারী র্যাব-১৩ এর এএসপি শাহিনুর করিব জানান, আশরাফুল ইসলাম পুকুরীডাঙ্গা বাজারে ফটো স্টুডিওর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও পাচার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১ হাজার টাকা নোটের ১১ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে এবং জালনোট তৈরির সরজ্ঞামসহ একটি কম্পিউটার ও একটি প্রিন্টার জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪