বিরল (দিনাজপুর) ॥ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহাণুভূতি কি মানুষ পেতে পারে না’। বিরল উপজেলার কামদেবপুর গ্রামে মাহমুদা নামের ৮ বছরের এক শিশু কন্যা অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ধুঁকে ধুকে শেষ হচ্ছে। শিশুটির গোটা শরীরে ফোঁসা উঠে ফেটে গিয়ে আঠালো রস বের হতে শুরু করে। আস্তে আস্তে ফোঁসার আঠালো রস দিয়ে হাত-পায়ের আঙ্গুলগুলো জোড়া লেগে যাচ্ছে।
২০১৪ সাল থেকে পাবর্তীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু কোন ফল পাচ্ছেন না। মাঝখানে গত বছরের ২৩ ফেব্রুয়ারী এম আব্দুর রহিম (দিনাজপুর) মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারকে দেখিয়েছিলেন। সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে ছিলেন ডাক্তার। কিন্তু অর্থের অভাবে ঢাকার হাসপাতালে নিতে পারি নাই। এখনও পাবর্তীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা চলছে। শিশুটির বাবা আব্দুর রহিম জানান, যতই দিন যাচ্ছে, ততই গোটা শরীরে ফোঁসা উঠছে। ফোঁসার যন্ত্রানায় সার্বক্ষণিক ছট ফট করে শিশুটি। তখন নিজেকে খুবই কষ্ট লাগে, কিন্তু কি করব ! অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছি না। অসুস্থ্য শিশুটির চিকিৎসা করার সাধ্য আর আমার নাই। চোখের সামনে আমার অবুঝ শিশুটি ধুঁকে ধুঁকে মরছে। আমি আর সহ্য করতে পারছি না।
আব্দুর রহিম সমাজ তথা দেশের ধনাঢ্য দানশীল ব্যাক্তিদের কাছে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন। ডাচ্ বাংলা ব্যাংক, দিনাজপুর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর- ১৭২.১৫১.১৫২৩৯৬ এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং- ০১৭৫১-৩০০১৭৮৩ নম্বরে সাহায্যের জন্য সকলের প্রতি আবেদন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪