পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুনার্মেন্ট এর হাড়িভাষা ইউনিয়নের চুড়ান্ত খেলায় বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে ডাবরভাঙ্গা স্কুলকে পরাজিত করেছে। বঙ্গমাতা টুর্নামেন্টে বসুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে ঢাংগীপুকুরী স্কুলকে পরাজিত করেছে। বুধবার ১৭ই মে হাড়িভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়িদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যার মোঃ আমানুল্লাহ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো: মনির হোসেন, মোঃ ওসামান আলী, সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ, হাড়িভাষা। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সাইয়েদ নূর ই আলম, চেয়ারম্যান, ৭নং হাড়িভাষা ইউনিয়ন। এই সময় উপস্থিত ছিলেন এ.টি.এম আক্তারুজ্জামান ডাবলু, সাধারণ সম্পাদক, রাশেদুজ্জামান রাশেদ, ইউপি সদস্য-২, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪