পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় মোটর যান আইন মেনে চলা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গন সচেতনতা মূলক সমাবেশ পালন করা হয়েছে। বৃহষ্পতিবার ১৮মে সকাল ১০:০০ ঘটিকায় পঞ্চগড় শেরে বাংলা পার্ক চত্তরে বিভিন্ন কুচকাওয়াজ এর মধ্যে সমাবেশটি পালন করেন। সমাবেশের আয়োজন করেন পুলিশ সুপার ও সদর ট্রাফিক পুলিশ। এ সময় বক্তব্য রাখেন অমল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক পঞ্চগড়, গিয়াসউদ্দীন আহাম্মেদ, পুলিশ সুপার পঞ্চগড়, আমানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড়, তৌহিদুল ইসলাম, মেয়র পঞ্চগড় পৌরসভা, এ রহমান মুকুল সভাপতি পঞ্চগড় প্রেস ক্লাব, প্রমুখ। বক্তারা বলেন, আমাদেরকে সচেতন হইতে হবে। মোটর সাইকেল আরোহীদের হেলম্যাট পরার জন্য জোর তাগিদ জানান বক্তারা। ট্রাফিক পুলিশকে আরো সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।এ সময় পঞ্চগড় জেলা প্রসাশন সাংবাদিক ও সর্বস্তরের জনগণ সমাবেশে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪