দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ গত শনিবার রাতে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বড়ি ও এক’শ লিটার চোলাই মদ জব্দ করেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার বেতদীঘি ইউনিয়নের বেতদীঘি গ্রামের এজাজুল হকের ছেলে জহুরুল হক (২৮), একই এলাকার দেলোয়ারের ছেলে রাসেকিন (২২) ও শিবনগর ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের মোল্লা মিস্ত্রির স্ত্রী পিসু মারডি (৪০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক আক্কেল আলী ও উপ-পরিদর্শক এসরাকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওইদিন রাতে পৃথক দুইটি অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা বড়ি ও চোলাই মদ জব্দসহ উল্লেখিত তিনজনকে আটক করেন। এ ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪