দিনাজপুর বার্তা২৪.কম॥ বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ হাবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস্ অ্যাসেসিয়েশন ( এইচএসটিইউমোনা) এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম ও প্রক্টর ড. মো. খালেদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, সমগ্র বিশ্বকে একত্রিত করার জন্য জাতিসংঘ সংগঠন হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাতিসংঘের মডেলে স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে এইচএসটিইউমোনা’র কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে-এ আশাবাদ ব্যক্ত করছি।
কর্মশালায় যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুনাবলি এবং মানবিক মূল্যবোধ বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪