দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় আহত দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নেয়া হয়েছে। ২৭ মে শনিবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেয়া হয়। এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগীয় প্রধান ডাঃ তোফায়েল আহম্মেদের নেতৃত্বে ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা নিরিক্ষা করে তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সীদ্ধান্ত দেন। এই সীদ্ধান্তের পর দুপুর ১ টা ৪৫ মিনিটে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেয়া।
উল্লেখ্য শুক্রবার বিকাল সাড়ে ৩ টার সময় গাইবান্ধা জেলায় বরযাত্রী যাওয়ার পথে দিনাজপুরের-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহা মোড়ে প্রাভেটকার ও ভোটভটির মুখোমুখি সংর্ঘষে তিনি আহত হন। তিনি নাকে মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার বাদল সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নেয়ার বিষয়টি নিশ্চিত
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪