দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুরের কাহারোলের রামপুরা নামক এলাকায় বাস ও অটো বাইকের সংঘর্ষে ২ জন নিহত ও প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকাল সোয়া ৯ টার দিকে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও গামী একটি বাস কাহারোলের রামপুরা নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিকে খাদে ফেলে দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুরুতর আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানান মৃতের সংখ্যা বাড়তে পারে।
কাহারোল থানার ওসি মনসুর আলী সরকার ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ নিহত ও আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। দূর্ঘটনা কবলিত যানগুলোকে উদ্ধারের অভিযান চলছে। ওই সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪