দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীরের বালুবাড়ীস্থ নিজ বাসভবনের বাগানে এক সাথে ৯টি ভিন্ন জাতের ফুল ক্লিপিংক্যাকটাস ফুটেছে। তা দেখার জন্য এলাকার শত শত লোকজন ভিড় জমাতে থাকে।
বীরমুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীর ও তার স্ত্রী নুর বানু কবীর জানায় ১৯৯৭ সালে তাদের কনিষ্ঠ পুত্র বর্তমান ঝিনাইদহ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর (স্টীভ) এই ভিন্ন জাতের ফুলগাছ ক্লিপিংক্যাকটাস সংগ্রহ করে তাদের বাসভবনের বাগানে লাগান। এই ফুল বছরে একবার ফোটে। প্রতি বছর এ সময় মাত্র ১টি ক্লিপিংক্যাকটাস ফুল ফোটে। এবার তার ব্যতিক্রম ঘটেছে। এবার একসাথে ৯টি ফুল ফুটেছে। গন্ধবিহীন লতা জাতীয় এই ফুল রাতের অন্ধকারে ফুটলেও ভোরের সূর্য উঠার আগেই ঝড়ে পরে। এই ভিন্নজাতের এই ফুলগুলো দেখার জন্য এলাকার শত শত নর-নারী, শিশু, যুবক-যুবতীরা ভিড় জমাতে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪